স্পিন দিয় প্রতিপক্ষকে তাক লাগিয়ে দিতে চান

ইংল্যান্ডের গ্রীষ্ম শুরু হয়েছে বেশ আগেই। যদিও তখন গায়ে সুচ ফোটানো শীত ছিল। সেই ঠান্ডা ঠেলে প্রকৃত গ্রীষ্ম এসেছে ইংল্যান্ডে।

স্পিন দিয় প্রতিপক্ষকে তাক লাগিয়ে দিতে চান

ইংল্যান্ডের গ্রীষ্ম শুরু হয়েছে বেশ আগেই। যদিও তখন গায়ে সুচ ফোটানো শীত ছিল। সেই ঠান্ডা ঠেলে প্রকৃত গ্রীষ্ম এসেছে ইংল্যান্ডে। তাপমাত্রা ১২-১৫ ডিগ্রী থেকে বেড়ে ২০-২২ হয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ২০-২৫ থেকে কমে ১০-১৫ তে নেমেছে। শীতের আড়ষ্ঠতা কাটিয়ে বিশ্বকাপও ফিরেছে গ্রীষ্মে। ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলংকা। ভারতকে কাঁপিয়ে দিয়েছে আফগানরা। জয়ের প্রান্তে গিয়ে কিউইদের বিপক্ষে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হওয়া আফগানিস্তান তাই সোমবার টাইগারদের ছেড়ে কথা বলবে না।

আর কন্ডিশনও আফগানদের আদর্শ হয়ে উঠেছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সাউদাম্পটনে সোমবার তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রীর ওপরে। বৃষ্টির সম্ভাবনা নেই বরং রোদ থাকবে বেশ। শুষ্ক উইকেট আরও ফাটবে। স্পিনে ঘূর্ণির সহায়ক হতে বাতাসের আদ্রতা-গতিবেগও কম হবে। রশিদ খানদের সামলানো তাই বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে রশিদ খানের চেয়েও বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবী।

নতুন বলে আফগানিস্তান মুজিব উরকে দিয়ে বোলিং শুরু করবে এটা মোটামুটি নিশ্চিত। ডানহাতি অফস্পিন দিয়ে শুরুতে তিনি ভারতকে বিপাকে ফেলে দেন। বাংলাদেশের বিপক্ষে মুজিব উর আরও কার্যকর হয়ে উঠতে পারেন। কারণ টাইগারদের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানই বাঁ-হাতি। ডানহাতি অফস্পিনারদের জন্য যা 'মেঘ না চাইতে জল' পাওয়ার মতো। নতুন বলে তামিম ইকবাল-সৌম্য সরকারের জন্য তাই মুজিব উরকে খেলা কঠিন হবে। শুরুতে ধাক্কা খেলে সাকিবকেও সামলে উঠতে কাঠখড় পোড়াতে হবে।

আফগানিস্তান নতুন বলে মুজিব উরের সঙ্গে চমক হিসেবে নিয়ে আসতে পারেন মোহাম্মদ নবীকেও। স্পিন আফগানদের বড় শক্তি। সাউদাম্পটনের উইকেট স্পিন সহায়ক। দুই প্রান্ত দিয়ে তাই দুই ডানহাতি অফ স্পিনার দিয়ে আফগানিস্তান শুরু করলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশ দলকে তাই আফগানদের স্পিন সামলাতে হলে বুদ্ধির খেলায় একধাপ এগিয়ে যেতে হবে। ব্যাটিংয়ের সমন্বয় পরিবর্তন হতে পারে একটা উপায়। দুই বাঁ-হাতির বদলে ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি সমন্বয় দাঁড় করানো যেতে পারে।

ভারতের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলার পর আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাঈব জানিয়েছেন, আরও একবার তারা স্পিন দিয় প্রতিপক্ষকে তাক লাগিয়ে দিতে চান। তবে মোহাম্মদ মিঠুন যিনি কিনা মিডল অর্ডারে স্পিন ভালো খেলেন বলে বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন। তিনি জানান, বাংলাদেশ দল আফগানদের স্পিন নিয়ে চিন্তিত না। টাইগার ভক্তরা আফগানদের বিপক্ষে জয় ধরে রেখেছে। মিঠুনেরও তা জানা। সতর্ক হয়ে তাই আফগানিস্তানের স্পিন সামলাতে হবে বলে মত মিঠুন।