তৃতীয় লিঙ্গের চরিত্রে অমিতাভ!
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিখ্যাত তামিল ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক পরিচালনা করছেন রাঘব লরেন্স। অক্ষয় কুমারকে নিয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইয়ের একটি রিসোর্টে। সেখানেই এ ধরনের চরিত্রে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকে।
অমিতাভ বচ্চন মানেই ভিন্ন কিছু। ব্ল্যাক কিংবা পা’য়ের মত চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে বলিউডের বিগ বি’কে দেখা গেলেও এবার নিয়ে আসছেন তিনি এক নতুন চমক। তৃতীয় লিঙ্গের একটি চরিত্রতে অভিনয় করতে দেখা যাবে এমন কানাঘুষো বলিউড ইন্ডাস্ট্রিতে। আনন্দবাজারের সম্প্রতি এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিখ্যাত তামিল ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক পরিচালনা করছেন রাঘব লরেন্স। অক্ষয় কুমারকে নিয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইয়ের একটি রিসোর্টে। সেখানেই এ ধরনের চরিত্রে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকে।
যদিও এ ছবিতে কাজ করার ব্যাপারে অমিতাভ এখনও প্রকাশ্যে কিছু জানাননি। এ প্রসঙ্গে পরিচালক রাঘব আনন্দবাজারকে বলেন, ‘‘অক্ষয়ের সঙ্গে কাঞ্চনার হিন্দি রিমেক করার কথা অনেকদিন ধরে হচ্ছিল। শেষপর্যন্ত সেটার কাজ শুরু হয়েছে। স্ক্রিপ্ট অনেক ইমপ্রুভ হয়েছে। বলিউড অডিয়েন্সের রুচির সঙ্গে অক্ষয়ের চরিত্র মানানসই।” তবে অমিতাভ সম্পর্কে রহস্যই রেখে দিয়েছেন পরিচালক।
Comments (0)
Facebook Comments