সনদ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) কোয়ালিটি টেস্টিং ল্যাবরেটরি। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের হাতে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত সনদ হস্তান্তর করেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪, জুন ১২, ২০১৯ | সর্বশেষ আপডেট: ০৩:৫৪, জুন ১২, ২০১৯
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) কোয়ালিটি টেস্টিং ল্যাবরেটরি। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের হাতে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত সনদ হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুন বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়। এই সনদ লাভের মাধ্যমে ম্যাক্স গ্রুপের টেস্টিং ল্যাবরেটরি আন্তর্জাতিক সক্ষমতা অর্জন করলো। এই স্বীকৃতির মাধ্যমে দেশে বিশ্বমানের অবকাঠামো নির্মাণের কাজে প্রতিষ্ঠানটি একধাপ এগিয়ে গেল।
Comments (0)
Facebook Comments